RAM ও Processor এর দাম কমেছে

Author

কালেরতরী

৩০ সেপ্টেম্বর , ২০২১ ( বৃহস্পতিবার ) ১৩:৫০

গত এক বছর যাবত অনেকটাই অস্থিতিশীল অবস্থায় রয়েছে পিসি মার্কেট। গ্রাফিক্স কার্ডের শর্টেজ, অতিরিক্ত মুল্যের পাশাপাশি মাঝে একটা লম্বা সময় Ryzen,Intel এর  Processor Price, Ram Price বেড়েছিল। গত এক দেড় মাস যাবত সেই আগুন মনিটর এর বাজারেও লাগতে দেখা গিয়েছে। এসবের পাশাপাশি স্টক সমস্যা ও ফুল পিসি কেনা ছাড়া বিক্রি না করার অদ্ভুত শর্ত ও ছিল শপগুলোর। তবে সুসংবাদ হচ্ছে কিছু কিছু কম্পোনেন্ট যেমন র‍্যাম,প্রসেসর এর দাম অনেকটাই কমে এসেছে ও যারা GPU ছাড়া বিল্ড করবেন বা কিছু কম্পোনেন্ট কিনে রাখবেন, তাদের জন্য এটি একটি সুবিধাজনক সময় কেনাকাটা করার।

আর্কাইভ