তুমি কেন কাঁদলে

Author

কালেরতরী

৫ ডিসেম্বর , ২০২১ ( রবিবার ) ২০:২৪

তুমি কেন কাঁদলে

                      -তাহমনি আরা বেগম

আমার কাহিনী শুনে তুমি কেন কাঁদলে

চোখ হতে কেন তুমি অশ্রু ঝরালে

তুমি কেন কাঁদলে


ছিল তো অনেকে এই গল্পের আসরে,

শুনেছে সকলে এই ব্যথার রাগিনী যে,

যায় নি ছুয়ে কারো মনের অঙিনা

ফেলে নি কেহ তো দু’ফোটা জলও যে,

আমার ব্যথা কেন ছুঁয়ে গেল তোমাকে

তুমি কেন কাঁদলে।


অনেক কেঁদেছি আমি এই জীবনে

কাঁদবো না এখন আর কারো জন্যে।

আমার ব্যথা কেন ছুঁয়ে গেল তোমাকে,


তুমি কেন কাঁদলে

চোখ হতে কেন তুমি অশ্রু ঝরালে।

তোমার চোখের জল পারবো না সইতে,

কাঁদো যদি তুমি আর এই মনও কাঁদবে।

চোখের জলে জেনো চাঁদ তারা ডুববে,

ধ্বংস হবে তাতে সৃষ্টিবলয় যে।

আমার বেদনা কেন হৃদয়ে লাগালে,


তুমি কেন কাঁদলে

চোখ হতে কেন তুমি অশ্রু ঝরালে।

আর্কাইভ