নীলাঞ্জনা

Author

কালেরতরী

২৯ সেপ্টেম্বর , ২০২১ ( বুধবার ) ১৫:৩৩

নীলাঞ্জনা
হোসনেয়ারা বেগম

ভার্সিটির অডিটোরিয়াম

নবীন কবিদের বসেছে হাট,
মোটিভেট সবার  কবিতা পাঠে
পিনপতন নীরবতা
ছড়াবে বেশি কোন কবি মুগ্ধতা।

এমন সময় দরজায় দাঁড়িয়ে
অষ্টাদশি তরুণী এক
কাঁধেতে ঝুলিয়ে ব্যাগ
সুরেলা কণ্ঠে বলিতেছে
আসতে পারি? দেরি হলো বুঝি।

মুহূর্তে দৃষ্টি নিক্ষিপ্ত সবার
পরনে নীল শাড়ী
চোঁখ দুটি যেন সমুদ্রের নীল জলে
করে টলমল
দেরি হলো পথে, সহাস্যে বলে।

প্রতিথযশা  যুবা কবি হেথা
পড়িতে ছিলো কবিতা সেথা
ভুলে গেল যেন কবিতার পঙক্তি মালা
সহসা উঠলো বলে
তুমি কে ওগো নীলাঞ্জনা।

আমি খুঁজিছি তোমায়
আমার প্রেম ভরা কবিতায়
আকাশের রাতের তারা
ভরা জোসনায়।

নীলাজ্ঞনা তুমি ছিলে কোথায়
 
মা ছাড়া কবির কবিতা হবে না সারা
শৃঙ্খল সমুদ্রে আর নক্ষত্রের রাতে
আমি নীলাদ্রি তোমাকে চাই
ওগো  নীল বসনা নীলাঞ্জনা।

হ্নদায় তপ্ত দুপুরের ন্যায়
শুকিয়ে হয়েছে রৌদ্রময়,
কবিতার পঙক্তি মালা হয় না গাঁথা
সাদা রয়েছে যে কবিতার খাতা
আমি শুধু তোমাকে চাই নীলাঞ্জনা।

ভালোবাসিবড়ো ভালোবাসি
তোমা বিনে জ্বালা
মিটিবে নাআমি যে গেঁথেছি
বিনা সুতার মালা
বক্ষ বিধির্ণ করে ছেঁড়ে
যেওনা  নীলাঞ্জনা।

আমি শ্রাবনের বৃষ্টি হয়ে
তোমায় শীতল করিব
ভালোবাসার অবগাহনে,
আমি শত সহস্র চুম্বনে ভরিয়ে
দেব তোমার হৃদয় নীলাঞ্জনা।

আর্কাইভ