- প্রচ্ছদ
- আমি আমার মতো
আমি আমার মতো
কালেরতরী
৩০ অক্টোবর , ২০২১ ( শনিবার ) ২২:৪২আমি আমার মতো
-মোবারক হোসেন
কারোর চেহারা মানুষ বটে
মনটা পশু তুল্য,
এমন জীবন এ ধরনীতে
কি আছে তার মূল্য?
জীবনে আর নেই এখন
আগের মতো সবর,
ঝরা ফুলের পাপড়ির মতো
কেউ কারো রাখে না খবর !
সকালে সবুজ ঘাসে
শিশিরের খেলা,
দুপুর গড়িয়ে গেলে
কাঁদে সারা বেলা !
সোঁনালী দিন গেছে কেঁটে
সুখ খুঁজিবারে,
তারে কি করে বুঝাবে
যে মত্ত অভিসারে ।
জীবনে রূপ জৌলুস খ্যাতি
সবই বিধাতার দান,
সময়ের সাথে মিশে যাবে সব ভেঙ্গে হবে খান খান।