আবারো আসল সেরামের ১০ লাখ টিকা
কালেরতরী
৯ অক্টোবর , ২০২১ ( শনিবার ) ২০:২৩ভারতের সেরাম ইনস্টিটিউটের ১০ লাখ ডোজ কোভিশিল্ড টিকা আজ সন্ধ্যায় ঢাকায় এসেছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের টিকা কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক । ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসব টিকা পৌঁছায় । ডা. শামসুল হক বলেন, ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে ১০ লাখ কোভিশিল্ডের টিকা সন্ধ্যা ৫টা ৫৪ মিনিটে এসে পৌঁছেছে। এর আগে, বাংলাদেশকে ১০ লাখ ডোজ করোনার টিকা পাঠাতে গত বৃহস্পতিবার সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়াকে অনুমতি দেয় ভারত সরকার। উল্লেখ্য, সেরাম ইনস্টিটিউটে তৈরি কোভিশিল্ড টিকার তিন কোটি ডোজ কিনতে চুক্তি করেছে সরকার। আজ পর্যন্ত এসেছে ৮০ লাখ ডোজ টিকা ।